বাংলা সিনেমা নিজেই হইতেছে মিমের খনি। যদি প্রশ্ন করি যে কোন নায়ক সবচেয়ে বেশি মিমের জন্ম দিছেন? উত্তর কী হবে?
বাপ্পারাজ, জসিম বা চঞ্চল চৌধুরীর মধ্যে মেবি ১০০/১০০ ফাইট হবে। আরও কেউ কেউ হয়তো প্রতিদ্বন্দ্বী হিসেবে আসবে। তবে ফার্স্ট কে হবে বলা কঠিন।
কিন্তু একটা বিষয়ে নায়ক জসিমের ধারে কাছে কেউ ঘেষতে পারবে না: লটারি জেতায়। বাংলা সিনেমায় সবচাইতে বেশি লটারি জেতা নায়ক জসিম।
এখনকার ইন্টারনেট প্রজন্ম জসিমরে চেনে মূলত oops-মিমের মাধ্যমে। এই প্রজন্মের কাছে জসিম কমেডির অফুরন্ত উৎস। জসিমের লাগাতার লটারি জেতা, কথা বলার ইউনিক স্টাইল আর হেয়ারস্টাইল, অঙ্গভঙ্গি, ঝিলিমিলি কস্টিউম আর ডিস্কো ডান্স– সবই এই প্রজন্মরে হাস্যরস সাপ্লাই দেয়। কিউরিয়াস কেইস হইতেছে, জসিম মোটেই কমেডিয়ান ছিলেন না!
জসিম তাহলে কী ছিলেন?
আসেন, জানার চেষ্টা নিই।
