গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তিনি সেখান থেকে মাঝেমধ্যেই বিবৃতি দিচ্ছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারও দিয়ে আসছেন। এতে অন্তর্বর্তী সরকারের অসন্তোষ আরও বেড়েছে। গত এক বছরে বাংলাদেশ বারবার তার প্রত্যর্পণ
এ সময় ডা. জাহিদ দেশবাসীকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান। এছাড়া সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান তিনি।
অনেক দেশে সাবেক রাষ্ট্রপ্রধানদের জন্য পেনশন, সরকারি বাসভবন বা কর্মী রাখার মতো সুবিধা আইন দিয়ে নিশ্চিত করা হয়। কিন্তু বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীদের জন্য এমন পূর্ণাঙ্গ আইন নেই। ফলে ভিআইপি অথবা ভিভিআইপি মর্যাদা সে শূন্যতা অনেকটাই পূরণ করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। এর আগে, রাজধানীর আজিমপুরের বাসিন্দা ইমতিয়াজ আহমেদ এ রিট দায়ের করেন। রিটে বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা তৈরির পাশাপাশি ১৯৯১ সালে প্রণীত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া এক মাসের বেশি অগ্রিম ভাড়া জামানত হিসেবে না নেওয়ার নির্দেশনাও চান ইমতিয়াজ আহমেদ।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাজধানী গুলশানে অবস্থিত দলটির চেয়ারপারসনের কার্যলয়ে রাত সাড়ে ৮টা থেকে ১১ টা পর্যন্ত চলে বৈঠকটি। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
তবে টিউলিপের সাজার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে ঢাকা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।’