বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়সহ নির্বাচন, প্রচার কৌশল ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে বলে জানিয়েছেন স্থায়ী সালাহউদ্দিন।
গতকাল সোমবার রাজধানী গুলশানে অবস্থিত দলটির চেয়ারপারসনের কার্যলয়ে রাত সাড়ে ৮টা থেকে ১১ টা পর্যন্ত চলে বৈঠকটি। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
তবে এটি বিশেষ কোন মিটিং নয় বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে দলটির এই সংকটময় পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘উনি শীঘ্রই চলে আসবেন।’
বেগম জিয়ার শারিরীক অবস্থা সর্ম্পকে তিনি বলেন, ‘ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে। এ বিষয়ে উনি বলবেন।’
