এই ছবির ভিত্তিতে আইরিশ শিল্পী জিম ফিটজপ্যাট্রিক তৈরি করেন বিখ্যাত লাল-কালো প্রতিকৃতি। ছবিটি দীর্ঘদিন সাধারণ মানুষের অজানাই থেকে যায়। সাত বছর পর ছবিটি ইতালির বামপন্থী কর্মী জিয়ানজিয়াকোমো ফেলত্রিনেল্লির নজরে এলে তা নতুন করে আলোচনায় আসে। তিনি কোর্দার কাছ থেকে ছবিটির কপি চান। কোর্দা বিনা পয়সায় তাঁকে কয়েকটি কপি দেন।
তো, গল্পে ফিরি। ইমোশনাল ক্রাইসিসের মধ্যেই, আমি শুরু করলাম গানটা গাওয়া; যেন আমি কোনো সার্টিফায়েড ভোজপুরি পপ স্টার। আমার ফ্রেন্ড কাঁদে আর স্যরি বলে আর আমি বলি ‘ববি দেহ মেহ ছুঁয়া কে’। ইভা এক পর্যায়ে হাসতে শুরু করল। এরপর আমিও হাসতে শুরু করলাম। যাক ঝগড়াটা মিটলো!