বাউলশিল্পী আবুল সরকারকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধর্ম অবমাননার অভিযোগে তাঁর উপযুক্ত শাস্তি দাবির জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেএ দাবি জানায় দলটি।
এতে বলা হয়, আমরা সম্প্রতি লক্ষ্য করছি, মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকার আল্লাহ ও রাসূল (সা.) সম্পর্কে গর্হিত মন্তব্য করে এ দেশের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এ জন্য জনগণের আন্দোলনের মুখে সরকার তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাউল আবুল সরকার পলাতক আওয়ামী লীগের দোসর। তাকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে।
আবুল সরকারের পক্ষ নিয়ে কিছু লোক দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ ধরনের অপতৎপরতা বন্ধ করার জন্য সরকারের কাছে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা দাবি জানাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হুঁশিয়ারি দিয়ে জামায়াত বলেছে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর মুক্তির দাবিতে ভক্তরা শহরে কর্মসূচি পালন করতে গেলে ‘মব’ তৈরি করে তাদের ওপর হামলা হয়।
