বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির কার্যত ভূমিধস জয় পেয়েছে। এর পেছনে সংগঠনটির প্রার্থী নির্ধারণের ‘বৈচিত্র্য’ সামনে এসেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও একই ‘কৌশল’ নিচ্ছে বলে জানা গেছে। দলটির নেতারা একে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সমন্বয়ে ‘দেশ গড়ার’ কৌশল বলছেন।
প্রায় এক বছর আগে থেকে সংসদ সদস্যপ্রার্থী ঘোষণা করে ভোটের মাঠে রয়েছে জামায়াত। তবে ছাত্র সংসদে ছাত্রশিবির প্যানেলের বিজয়ের পর মানুষের মধ্যে প্রভাব বিবেচনায় এখন তারা বেশ কিছু আসনের প্রার্থী পরিবর্তন করছে। চূড়ান্ত মনোনয়ন তালিকায় নারী, অমুসলিম, এমনকি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ নন, কিন্তু রাজনীতিকে প্রভাবিত করতে পারেন–এমন ব্যক্তিকে মনোনয়ন দিতে যাচ্ছে। আর এর জন্যই নির্বাচনী প্রচারে দলটি প্রতিপাদ্য ঠিক করেছে– ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’। ইতিমধ্যে এই প্রতিপাদ্য দিয়ে পোস্টার-ব্যানার সাঁটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছে।
