গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্লার (৪৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
সি মো. শাহ আলম জানান, গত ৮ নভেম্বর রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে মিজানুর রহমানকে ফোনে ডেকে নিয়ে যান তাঁর ব্যবসায়িক পার্টনার জাহিদ। এরপর থেকে মিজানুরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুদিন পর, ১০ নভেম্বর নিখোঁজ মিজানুরের স্ত্রী জামিলা ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার অগ্রগতির পর ১৫ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় অপহরণের একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়। এতে পাঁচজনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলাম মোল্লাকে (৫৫) ১৮ নভেম্বর গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
